পশ্চিমবঙ্গের ভূগোল

Show Important Question


61) Damodar river rises from / দামোদর নদীর উৎপত্তি কোথায় ?
A) Rajmahal plateau/ রাজমহল মালভূমি
B) Chhotanagpur plateau/ ছোটনাগপুর মালভূমি
C) Himalayas/ হিমালয়
D) Eastern Ghats/ পূর্বঘাট

62) The soil of the sunderban of West Bengal is / পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি ?
A) Red Soil/ লালমাটি
B) Clayey Saline Soil/ লবণাক্ত কাদামাটি
C) Alluvial Soil/ পলিমাটি
D) Black Soil/ কালোমাটি

63) Jalpaiguri is situated on the banks of which rivers ? / জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত ?
A) Tista and Karala/ তিস্তা ও করলা
B) Tista and Jaldhaka/ তিস্তা ও জলঢাকা
C) Jaldhaka and Torsa/ জলঢাকা ও তোর্সা
D) Tista and Raidak/ তিস্তা ও রায়ডাক

64) Darjeeiing Himalayan Railway became World Heritage Site in / দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ বলে বিবেচিতি হয় ?
A) 1980
B) 1990
C) 1999
D) 2003

65) Which of the following is in the correct descending order of the districts of West Bengal in terms of area (2011) ? / পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি আয়তনের (2011) নিম্নক্রম অনুসারে সাজানো রয়েছে ?
A) Paschim Medinipur - Burdwan - Bankura/ পশ্চিম মেদিনীপুর—বর্ধমান—বাঁকুড়া
B) Paschim Medinipur - Burdwan - South 24 Parganas/ পশ্চিম মেদিনীপুর—বর্ধমান—দক্ষিণ 24 পরগণা
C) South 24 Parganas - Paschim Medinipur - Burdwan/ দক্ষিণ 24 পরগণা—পশ্চিম মেদিনীপুর—বর্ধমান
D) South 24 Parganas - Paschim Medinipur - Bankura/ দক্ষিণ 24 পরগণা—পশ্চিম মেদিনীপুর—বাঁকুড়া

66) Which of the following is in the correct descending order of the districts of West Bengal in terms of sex ratio (2011) ? / পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি লিঙ্গ অনুপাতের (2011) নিম্নক্রমে সাজানো রয়েছে ?
A) Darjeeling - Paschim Medinipur - Hooghly/ দার্জিলিং—পশ্চিম মেদিনীপুর—হুগলি
B) Hooghly - Darjeeling - Murshidabad/ হুগলি—দার্জিলিং—মুর্শিদাবাদ
C) Darjeeling - Hooghly - Murshidabad/ দার্জিলিং—হুগলি—মুর্শিদাবাদ
D) Hooghly - Murshidabad - Darjeeling/ হুগলি—মুর্শিদাবাদ—দার্জিলিং

67) Which is the eastern most river of the North Bengal Plains ? / উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি ?
A) Torsa/ তোর্সা
B) Raidak/ রাইডাক
C) Mechi/ মেছি
D) Pagla/ পাগলা

68) West Bengal accounts for — of the population of India. / ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে ?
A) 6 %/ 6
B) 7.55 %/ 7.55
C) 8.24 %/ 8.24
D) 9.12 %/ 9.12

69) West Bengal has a literacy rate of — / পশ্চিমবাংলায় শিক্ষার হার কত ?
A) 70%
B) 75%
C) 77%
D) 80%

70) In Darjeeling district of West Bengal temparate forests occur at an elevation of — / পশ্চিমবাংলার দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায় ?
A) 1000 mts/ 1000 মিটার
B) 1200 mts/ 1200 মিটার
C) 1500 mts/ 1500 মিটার
D) 2000 mts/ 2000 মিটার

71) West Bengal produces —— of the rice produced in India. / ভারতের ধান উত্পাদনের —— হয় পশ্চিমবঙ্গে ।
A) 10%
B) 15%
C) 20%
D) 25%

72) Cultivation of Boro Rice in West Bengal is predominant in — / পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায়
A) Purulia plateau area/ পুরুলিয়া মালভূমি অঞ্চলে
B) North Bengal plains/ উত্তর বাংলা সমতলভূমিতে
C) Eastern districts/ পূর্বের জেলাগুলিতে
D) Rarh area/ রাঢ় অঞ্চলে

73) Literacy rate of West Bengal in 2001 Census is - / পশ্চিমবঙ্গের শিক্ষার হার 2001-এর সেন্সাস অনুযায়ী হচ্ছে—
A) 57%
B) 75%
C) 64.84%
D) 60.79%

74) Female literacy rate of West Bengal in 2001 Census is / পশ্চিমবঙ্গের নারী-শিক্ষার হার 2001 -এর সেন্সাস অনুযায়ী হচ্ছে—
A) 64.5%
B) 53.67%
C) 43.8%
D) 50.5%

75) Sal is found in / পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায় —
A) Hoogly distrlct of West Bengal/ হুগলী জেলায়
B) Howrah district of West Bengal/ হাওড়া জেলায়
C) Bankura district of West Bengal/ বাঁকুড়া জেলায়
D) Malda district of West Bengal/ মালদা জেলায়

76) Joint Forest Management was first successful in West Bengal in- / যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে প্রথম সার্থক হয়—
A) Paljhari village of Mednipur district/ মেদিনীপুরের পালঝারি গ্রামে
B) Bhula village ol Bankura district/ বাঁকুড়ার ভুলাগ্রামে
C) Natunbandh village of Bankura district/ বাঁকুড়ার নতুনবন্ধ গ্রামে
D) Arabari village Mednipur district/ মেদিনীপুরের আরাবারি গ্রামে

77) 'Sundarban' has been sited as a world heritage site due to its : / সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য 'World Heritage Site' নামে নথিভুক্ত করা হয়েছে—
A) Tiger reserves/ বাঘ সংরক্ষণের জন্য
B) Sundari Trees/ সুন্দরী গাছের জন্য
C) Mangroove trees/ ম্যানগ্রোভ গাছের জন্য
D) Biodiversity/ জীব বৈচিত্র্যের জন্য

78) Tropical evergreen forests are found in West Bengal / পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায়—
A) Below 1000 mt./ 1000 মিটারের নীচে
B) 1000 to 1500 mt./ 1000 মি — 1500 মি
C) 1500 to 3000 mt./ 1500 মি — 3000 মি
D) Above 3000 mt./ 3000 মিটারের উপরে

79) Haldia is a centre for / হলদিয়া একটি —
A) Petro-Chemical Industries/ পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র
B) Deep sea fishing/ গভীর সমুদ্রের মত্স্যচাষ কেন্দ্র
C) Iron & Steel Industries/ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র
D) Engineering Industries/ কারিগরি শিল্পকেন্দ্র

80) The most ideal region for cultivation of Tea in West Bengal is / পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হল—
A) Malda/ মালদা
B) Jalpaiguri/ জলপাইগুড়ি
C) Darjeeling/ দার্জিলিং
D) Cooch Bihar/ কোচবিহার